বাংলাদেশ নৌবাহিনীর গৌরবময় সাফল্যে আন্তঃবাহিনী সাঁতার, ওয়াটারপোলো ও ডাইভিং প্রতিযোগিতা ২০২৫ সমাপ্ত
বাংলাদেশ নৌবাহিনীর গৌরবময় সাফল্যে আন্তঃবাহিনী সাঁতার, ওয়াটারপোলো ও ডাইভিং প্রতিযোগিতা ২০২৫ সমাপ্ত
গত ১৪ই সেপ্টেম্বর হতে শুরু হওয়া আন্তঃবাহিনী সাঁতার, ওয়াটারপোলো ও ডাইভিং প্রতিযোগিতা ২০২৫ এ চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে বাংলাদেশ নৌবাহিনী। প্রতিযোগিতার সমাপনী দিনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী নৌবাহিনী প্রধান (অপারেশন্স) রিয়ার এডমিরাল মোহাম্মদ মুসা এবং সশস্ত্র বাহিনীর সংশ্লিষ্ট কর্মকর্তাগণ।
প্রতিযোগিতায় বাংলাদেশ নৌবাহিনী সর্বমোট ১৯টি স্বর্ণ, ০৪টি রৌপ্য ও ০৭টি ব্রোঞ্জ পদক অর্জন করে গৌরবজনকভাবে শীর্ষস্থান অর্জন করেছে। নৌবাহিনীর মোঃ সামিউল ইসলাম, এলমিউজ এবং কাজল মিয়া, পিও (পিটি-১) উভয়েই ০৪টি ইভেন্টে স্বর্ণ পদক অর্জন করে যৌথভাবে সেরা খেলোয়াড় নির্বাচিত হন।